Header Ads

ভদ্রলোক দাড়ি রাখবেন, নাকি ক্লীন শেভড হবেন – পুরোপুরি তাঁর বিষয়।

সেলুনে গিয়েছিলাম চুল কাটাতে।
.
গেলো মাসে যেবার শেষ চুল কাটাতে গিয়েছিলাম, ঠিক পাশের চেয়ারে একজন বয়ষ্ক মানুষকে গালভর্তি সফেদ দাড়ি (মোটামুটি দীর্ঘ) কেটে ক্লীন শেভড হয়ে বের হয়ে যেতে দেখেছিলাম। নিজে বের হবার আগে নিশ্চিত হয়েছিলাম – ভদ্রলোক মুসলিম। 
.
কোন এক অজানা কারণে ভীষণ কষ্ট পেয়েছিলাম সেদিন। ভদ্রলোক দাড়ি রাখবেন, নাকি ক্লীন শেভড হবেন – পুরোপুরি তাঁর বিষয়। (দাড়ির বিষয়ে দ্বীনের বিধান নিয়ে আলোচনা করার ইচ্ছে নেই এখানে)। তারপরেও বুক চীরে দীর্ঘশ্বাস বের হয়ে ছিল ভদ্রলোকের "পরিতৃপ্ত মুখে" চলে যাওয়া দেখে।
.
.
আল্লাহ (সুব'হানাহু ওয়া তা'আলা) এঁর ইচ্ছায় আজকে একই রকম দৃশ্য আবার দেখলাম। এবারের অনুভূতি অবশ্য পুরোপুরি ভিন্ন।
.
আমি সেলুনের দোকানে থাকতেই মুখভর্তি বড় দাড়ি নিয়ে কম বয়ষ্ক এক ভাই দোকানে ঢুকেছিলেন। শেষের চেয়ারে বসায় তেমন খেয়াল করি নি। টাকা পরিশোধের সময়ে খেয়াল করলাম নাপিত সেই ভাইয়ের দাড়ি মেশিন দিয়ে কেটে ফেলে দিচ্ছেন। আর ভাইয়ের চোখে অশ্রুর বন্যা বইছে। রীতিমত ফুঁপিয়ে কাঁদছিলেন সেই ভাই!
.
শুধু আমি একা নই, মনে হচ্ছিল – দোকানের সবাই দাড়ির জন্য সেই ভাইয়ের তীব্র কষ্ট টের পাচ্ছিলেন; আল্লাহু আকবার।




.
একবার মনে হলো – কিছুক্ষণ অপেক্ষা করি ছোট সেই ভাইটির জন্য। তাঁর দাড়ি কেটে ফেলার পেছনের গল্পের কথা জানি। পরমুহূর্তেই বাদ দিলাম সেই চিন্তা। ভাইটির মনের কষ্ট হয়তো আরো বেড়ে যেত তাতে। 
.
মহান আল্লাহ ভালো জানেন – ঠিক কী কারণে ভাইটিকে এই কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। হয়তো ভার্সিটির অঘোষিত কোন নিয়ম, হয়তো নতুন জয়েন করা অফিসের বড় কর্তার নির্দেশ, হয়তো বিয়ে ঠিক হয়ে থাকা পাত্রীপক্ষের অসহনীয় চাপ, হয়তো নিজের বাবা-মায়ের ক্রমাগত অনুরোধ। 
.
অনেক কারণ-ই থাকতে পারে; আল্লাহু আ'লাম। তবে ভাইটির চোখের পানি নাড়া দিয়ে গেছে আমাকে নিশ্চয়ই। তাঁর সেই ফুঁপিয়ে কেঁদে ওঠা নিজের অতীতের কিছু ঘটনার স্মৃতি বয়ে নিয়ে এসে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞও করেছে আমাকে বৈকি।
.
.
মহান আল্লাহর কাছে অন্তর দিয়ে দু'আ করছি – ভাইটির চোখের পানি যেন তাঁর যাবতীয় গুনাহসমূহকে ধুয়ে-মুছে নিয়ে যায়। তাঁর পরীক্ষা যেন সহজ করে দেন মহান আল্লাহ। খুব শীঘ্রই যেন তিনি আবার দাড়ি রাখতে পারেন মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে।
.
একইসাথে দু'আ করছি – মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এমন কোন ভার না দেন যেটি বহন করার শক্তি আমাদের নেই। এমন কোন পরীক্ষায় যেন তিনি আমাদের না ফেলেন, যেটি পার হওয়ার সামর্থ নেই তাঁর গুনাহগার এই বান্দাদের। আ-মীন।
(সংগ্রহীত)

No comments

Powered by Blogger.